বন্ধুর পথে বন্ধুর চেয়ে কেইবা আপন হবে;
আত্মার পরম আত্মীয় হয়ে আত্মার কাছে রবে।
সুখে আর দুখে আনন্দলোকে কিংবা আঁধার রাতে;
বন্ধুই রবে সুদূরের পথে হাত রেখে দুই হাতে।


বন্ধু ওগো, ভুলো না আমাকে তোমার সুখের দিনে;
তোমার দুঃখে আমাকেও পাবে পাশাপাশি, রেখো চিনে।
আমরা দুজন কাছাকাছি থাকি দূরতম কোনো গেহে;
আলাদা আলাদা দুজন মানুষ, এক মন দুটি দেহে।


রচনাকাল: ঢাকা, ২২ জুলাই ২০২০