চেচামেচি করে চাচী চাপাতি বানায়;
চামচা'কে নিয়ে চাচা মজা করে খায়।
চা'র সাথে চেয়ে নেয় ঝাল চানাচুর;
চাঁপাইএর চমচম খাচ্ছে প্রচুর।


চাকভাঙা মধু খায় চামচিকা, ফেউ;
চাকরের চামড়ায়ও চাকু মারে কেউ।
চাকুরের চারপাশে চাটুকার লোক;
চাল ডাল চিনি যেচে দেয় অহেতুক।


চুপিচুপি চাঁপাফুলে মালা গাঁথে চাঁপা;
চ্যাটিংএ বাড়ায় চাপ 'কার্তিক থাপা'।
চুপিসারে ফেসবুকে হামলা চালায়;
চালাক লোকেরা চেনে, দৌড়ে পালায়।


চোরের চোয়াল তেলে করে চিকচিক;
চুনোপুঁটি লুটপাট করে, তাও ঠিক।
চাপ দিলে, চাবকালে, চোরও সিধা হয়;
চামারের শেষ কথা চোখা নিশ্চয়।


চটপটি ভালো লাগে চাট মশলায়;
চাপাবাজে চাপা মারে, ঝটপট খায়।
চাঁদাবাজি করে খায় লুচি আর দই;
চাচা এসে চাটি মারে, করে হইচই।


চেয়ারে বসেই বলে চতুর একজন,
'চেয়ারম্যানের কথা শুনো দিয়ে মন।
চাহিদার শেষ নেই, আমি আরও চাই;
আকাশের চাঁদ পেতে চাদি খামচাই।'


রচনাকাল: ঢাকা, ১০ জুলাই ২০২০