দৃষ্টির ওপারে বহু বহু আলোকের বাণ বিস্ময় ভরে;
আঁধারের মাঝে ছুটে চলে সহস্র সহস্র বছর ধরে।
ঘন বনে রাত্রির অন্ধকারে জোনাকিরা আলো নিয়ে খেলে;
সমুদ্রের সৈকতে রাতে জোয়ারের ঢেউ ছুটে আসে আলো জ্বেলে।


দেখেছি তারার মেলা, মেলা রাত জেগে জেগে  অন্ধকারে;
পাথরের মতো স্থির হয়ে থাকে কতো নক্ষত্র আকাশের পাড়ে।
অন্ধকারে শুধু অন্ধকারে আলোকের অপরূপ রূপ করি অনুভব;
দিনের আলোতে নিভে যায় রাত্রির অদবদ্য আলোর উৎসব।


জীবন আর মৃত্যুও হয়তোবা ওই আলো আর আঁধারের মতো;
মৃত্যুর উৎসবে আনন্দময় হবে জীবনের স্মৃতি শত শত।
থাকবো না আমি, তুমিও সাঁতার কাটবে না সময়ের স্রোতে;
হারিয়ে যাবে না তবু আমাদের প্রেম মায়াময় এ পৃথিবী হতে।


রচনাকাল: ঢাকা, ১২ ডিসেম্বর ২০২১।