জীবনযাপন শুধু নিশ্বাসে প্রশ্বাসে;
একাকী নিভৃতে কাটে দুঃসহ সময়।
কষ্টের মাঝেও মন তবু ভালোবাসে;
সেই সোনামুখঘেরা স্মৃতি হিরন্ময়।

কোনো বৈশাখে তাকে সাথে নিয়ে সুখী;
আরঙের মেলা দেখে ঘরে ফিরে আসি।
আষাঢ়ের বৃষ্টিতে বসি মুখোমুখি;
বিস্ময় ভরা চোখে কাকভেজা হাসি।

শরতের জোছনায় ভিজি দুইজনে;
কাশফুলে বেঁধেছিলো চুলেরই খোঁপা।
পাশাপাশি হেঁটে চলা সে মধুর ক্ষণে;
আলতার লাল রঙে রাঙা ছিলো দু'পা।

হারিয়ে যাওয়ার আগে মেঘ চমকালো;
সাজঘরে পুতুলের মিছে কণে সাজা।
মোমের বাতির মতো নিভুনিভু আলো;
আমিও সেজেছিলাম এক মিছে রাজা।

চৈত্রের তীব্র দাহ বুকে যন্ত্রণা বাড়ায়;
বসন্তের বাতাসে ঝরে জীবনের পাতা।
নিঃশব্দে নীরবে সুখস্মৃতিরা হারায়;
পহেলা বৈশাখে তবু খুলি হালখাতা।

রচনাকাল: ঢাকা, ১০ এপ্রিল ২০২১।