বিচিত্র এই পৃথিবীর নানা আয়োজন;
কি চাই জীবনে আমার, কি যে প্রয়োজন!
আকাশ জোছনাস্নাত, তারার ঝিলিক;
বিদ্যুতের চমকও থাকে, আলো ঝিকিমিক।


দিন-রাত ঘুরে ফিরে আলো ও আঁধারে;
বাতাসে ফুলের ঘ্রাণ ঘুরে চারধারে।
নদীতে নদীতে ভাসে বুনো বালিহাঁস;
মাঠে ঘাটে প্রান্তরে বনলতা-ঘাস।


পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণা ছুটে চলে;
ডাহুক-তিতির থাকে বিলে-ঝিলে-জলে।
প্রকৃতির মাঝে আছি প্রকৃতিতে মিশে;
নানা অবক্ষয়, বায়ু ভরে আছে বিষে।


শীর্ণকায়া নদনদী, মেঘে ঢাকা রবি;
তবুও তো ভালোবাসি পৃথিবীর সবি।
সবুজ প্রকৃতি চাই, চাই নির্মল বাতাস;
বুক ভরে নিতে চাই বিশুদ্ধ নিঃশ্বাস।


রচনাকাল: ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২১।