মুখোশের আড়ালেই থাকে সবাই;
দেখতে পায় না কেউ মানুষের রূপ।
নিভৃতেই কেটে যায় সবারই জীবন;
সত্যিটা রয়ে যায় অজানাই।
মুখোশেই চাপা থাকে সব এপিটাফ;
আনন্দাশ্রুর দেখা মিলে যদিওবা।
বাইরে থেকে দেখা সবটাই ভুল;
লেখা হয় মানুষের মিথ্যে ইতিহাস।


রচনাকাল: ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২০