কাঁচের চুড়ি
দিলেই বুঝি মুখপুড়ি
তার প্রেম দেবে?
এই আমারই মন নেবে?
প্রতিটি দিন প্রতিটি রাত
হাত পেতে রই, বাড়াই দু'হাত;
কতো শত স্বপ্ন দেখাই!
মিলিয়ে গেলো হাতের রেখাই
দশ আঙুল ঘষে ঘষে।


সে তো শুধুই হিসেব কষে
মনে মনে;
কতোজনে
ভালোবাসে মনের টানে।
সেই তো জানে,
কেউ নয় আর,
ভালোবাসার
অন্য মানে।
কোন্ খানে
তার মন রয়েছে;
সয়েছে
সে যন্ত্রণা কার!
মন্ত্রণা কার
তুলবে কানে,
গাঁথবে প্রাণে!


ভালোবাসার বিনে সুতো,
তার কাছে কি নতুন জুতো,
আলতা, সাবান, চুলের ফিতা,
কানের দুল? কাজল কি তা?
নাকের নথ, পায়ের নুপুর?


মুগ্ধ সকাল, ক্লান্ত দুপুর,
বিকেল বেলা ভেবেই চলি। সন্ধ্যাকালে,
গভীর রাতে, রাত পোহালে,
ডেকেই চলি, ডেকেই চলি;
ভালোবাসার গল্প বলি।
চুপ করে রয়,
ডুব দিয়ে রয়
নিজের মাঝে।
তার হৃদয়ে কী সুর বাজে!
কাঁচের চুড়ি বেলোয়ারি,
ঢাকাই শাড়ি
দিলেই বুঝি দেবে সে মন
যখন তখন?


রচনাকাল: ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২০