মূল্য ছাড়ের দোকান থেকে কিনবো দামী জুতো;
দোকান থেকে কিনবো আরও সোনামূখী সুঁই, সুঁতো।
পালিশ করার রঙ বার্নিশ কিনবো জুতার সাথে;
একজোড়া নিউ কালো রঙের ফিতাও নেবো হাতে।

ভাবছো বুঝি চাঁদেই যাবো ফুলবাবু সাব সেজে;
তা ভেবো না, ভাবতে থাকো পড়বে জুতো কে যে!
কার গতরের জামার সেলাই হবে আমার সুঁতোয়;
এফোঁড়-ওফোঁড় করবো কি যে চিকন সুঁইয়ের গুতোয়!


বেশি কথা বলার মানুষ বেড়েছে আজ দেশে;
মিথ্যে কথা, ফালতু কথা বলে বেড়ায় হেসে।
মিটিং মিছিল টকশো জুড়ে বাড়তি কথাই ক'বে;
জেলমাখানো তাদের ঠোঁটেই সেলাই দিতে হবে।


ভাওতাবাজি, কারসাজি আর শেয়ারে চাল চালে;
জুতোর কালি, রঙ, বার্নিশ লাগাবো তার গালে।
পাবলিকেরে বোকা ভাবে গলাবাজের পোলা;
আমার কেনা জুতো জোড়া তার গলাতে ঝোলা।


রচনাকাল: ঢাকা, ০৮ মে ২০২১।