গহীন জঙ্গলে নির্বাসিত রাজকুমার;
ঘুটঘুটে অন্ধকারে একাকী।
ভাবতেই শরীর শিউরে উঠে;
এমন খারাপ সময়ও আসে মানুষের জীবনে!
কথা বলার মতো কেউ নেই;
নিজের ছায়াও নেই।
পাইকপেয়াদা নেই, সঙ্গীসাথী নেই;
আছে এক কুমারী ঘুটেকুড়ানী।
হঠাৎই দেখা গাছের ফাঁকফোকর গলিয়ে আসা আলো-আঁধারিতে;
সেও পথ ভুলে ঢুকে পড়েছে গভীর জঙ্গলে।

দিন যায়, রাত যায় গাছের ফলমূল আর ঝর্ণার পানি খেয়ে;
একালের টারজান আর কে যেনো, সেই মেয়েটি যার নাম ভুলে গেছি।
লতাপাতা জড়ানো লোমশ বুকের নায়কের মতোই রাজকুমার স্বল্পবসনা নায়িকাকে জড়িয়ে ধরে;
আর যা যা করে তা সিনেমায় দেখেছি।

শেষমেশ সেই মেয়েটাকে সাথে নিয়েই রাজকুমার যুদ্ধ জয় করে;
নিজের হারিয়ে যাওয়া রাজত্ব পুনরুদ্ধার করে।

জীবন মানেই যুদ্ধ আর আকাঙ্খা;
ঝড়ঝঞ্ঝার পরেই আসে আসল প্রশান্তি।

রচনাকাল: ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২১।