শেষ থেকে হোক শুরুর গল্প বলা;
রাতের আঁধারে হোক তবে পথচলা।
ভোরের আকাশে সূর্য না দিক দেখা;
নির্জন দ্বীপে বসে থাকা একা একা।


শূন্যতা ঘিরে পূর্ণতা পাক আশা;
নিঃশেষে শেষ হয়ে যাক ভালোবাসা।
বালুকাবেলায় পড়ুক অস্ত-আলোক;
আনন্দধামে নাচুক প্রলয়, শোক।


কার আসে যায় দীপশিখা নিভে গেলে;
আমার জীবনে হিসেব যদি না মেলে!
কেউ কি কারোর জন্য থেমেছে পথে;
বিজয় কেতন উড়িয়ে চলেছে রথে।


আমার যাবার সময় হয়েছে, যাবো;
সাদা সাদা ফুল পাবো না, হয়তো পাবো।
আমার কীর্তি কিছু কিছু যাবে রয়ে;
সময়ের সাথে আমি শুধু যাবো ক্ষয়ে।


রচনাকাল: ঢাকা, ২৮ আগস্ট ২০২০।