সত্যি কথা যায় না বলা সত্যি;
এই কথাতে মিথ্যে নেই এক রত্তি।
যতোই তোমার থাক্ না প্রতিপত্তি;
বাধতে পারে হাজারটা বিপত্তি।

রচনাকাল: ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০১৮