বিকালটা আমি দিতে চেয়েছিলাম কাউকে
সবাই-ই ফেরত দিলো আমাকে
সবাই-ই এই কর্পোরেট বাণিজ্যের যুগে
শুধু খুঁজে মুনাফা
তাই বিকালটা ফাঁকা।
বিকাল প্রকৃতি দেখতে দিয়েছিলাম দু'চোখকে
চোখ দুটো হতাশ
প্রকৃতি নেই এই 'সবুজঘেরা' রাজ্যেও
আমি তাই এই বিকালেও মরুভূমি
একা থাকি
মাঝেমধ্যে আকাশ দেখি
আকাশের বিশালতা দেখি
সেখানেও প্রকৃতি নেই
চোখ সেখানেও থাকে অস্থির
আকাশযানের খই ফোটার ভয়ে।
আমি বিকালে পানি দেখতে চেয়েছিলাম
পানিও ফেরত দিলো দু'চোখকে, এসো না এখানে
জলজও মরে!
আমি অবাক, আমি ফাঁকা
এই সময়ে এসেও!