বিশ্বিজৎ ফিরবে রাস্তায়
দৌড়াবে অলি গলি হয়ে
শহর থেকে গ্রামে
বিশ্বজিতের অভাব হবে না এখানে
যে-কেউ বিশ্বজিৎ আজ প্রতিটা ক্ষণে।


দৌড়া-দৌড়ি শেষ হবে না আমাদের
গায়ের শার্ট ছিড়বে চাপাতিতে
রাস্তায় রক্ত পড়বে
দেখবে শত শত জনতা।


বিচার বলে কথা থাকবে না এখানে
বিচারের তাগিদে শাহবাগ নাচিবে না এখানে
কথা বন্ধ হবে সবখানে
কাঁদিবে মা; বিশ্বজিৎ সবাই।


রক্ত রক্ত খেলা জমে এখানে মাঠে
রক্তের দাগ কোনোদিনই মুছে যায় না
শত আশা, আশ্বাস; কারও পাশে দাঁড়ালেও।


এখানে সংস্কৃতি ভিন্ন, বিশ্বজিৎ
উল্টো ঘটে 'বল্টুর' কথায়
ভিডিও ফুটেজ-ছবি এখানে মিথ্যা
চোখ পড়ে না তাদের।


আর কথা নয়, আর রাস্তায় দাঁড়ানো নয়
আমরা সবাই বিশ্বজিৎ,
কেউ বাঁচাতে পারবে না আমাদের।