তোমার কাজ কী? খাবে-দাবে-ঘুমাবে
আর কিছু...
আর কোনো চিন্তা নাই
তোমার আর কোনো চিন্তা করতে হবে না।
তোমাকে গ্রাম ভাবতে হবে না,
সমাজ কিংবা রাষ্ট্রও নয়
মহাজনেরা আছেন : তারাই তো ভালো বুঝেন।
তাহারা সমাজ-রাষ্ট্র উল্টিয়ে দিক
নিজেদের মতো তারা ভাবুক, তোমাকে নিয়েও তারা ভাবুক
তুমি ভাববে না তাদের নিয়ে
এ তাদের দৃঢ় অঙ্গীকার।
তোমাকে মিডিয়া ভাবতে হবে না
কর্পোরেট কিংবা বাণিজ্যও নয়
ভাবার মানুষ আছে
তাহারা বিশেষজ্ঞ!
নানান থিওরি কানে তুলে দিবে তারা
কান ভারি করে দিবে তারা
মুখ খুলবে না তুমি!
তোমার আর কাজ কী? স্কুলে যাবে,
মহাবিদ্যালয় কিংবা বিশ্বাসের বিশ্ববিদ্যালয়ে
তাহারা কিছু ভিক্ষে দিবে
তাতেই তোমাকে খুশি হতে হবে!
বলো তো এতো চিন্তা কিসের তোমার
যে চেতনা আছে,তাহাই করো বিক্রি;
ইচ্ছেমতো, চেতনাবাণিজ্য!
তোমার এতো চিন্তে কিসের
ইয়াবা নামক মাদক নিয়ে
করো তুমিও বাণিজ্য, গড়ো তুমিও কক্সের মতো দালান-কোঠা
বাধা দেয় কে?
এই ধর্ষণ নিয়ে এতো কাব্য কিসের
তাহারা 'পুরুষ' পরীক্ষা নিচ্ছে
যদি পারো তুমি করো, 'রাষ্ট্র' সামলিয়ে!