চল ঘুরি প্যারিস রোডে
শান্তির খুঁজে...
চারটি বছর পার হয়ে যাচ্ছে ভেবে--
চল যাই শহীদ স্মৃতি সংগ্রহশালায়
যদি পাই একটু শক্তি দেশটা গড়ায়।
চল যাই চারুকলায়... হাজার মনীষী'র আকৃতি দেখি
যদি জাগে তাতে মনে বড়ো কোনো শিল্পী হতে
এই বাসনাও করো মনে...
চল যাই বদ্ধভূমিতে...দেশ প্রেমের নিদর্শন দেখতে
কতোই ভালোবাসতো তারা এই দেশটাকে।
চল যাই শহীদ মিনারে... সম্মান জানাতে
দিয়েছিলো যারা প্রাণ ভাষার জন্য এই দেশটাতে।
চল যাই, দেখি গিয়ে...শাবাশবাংলায়
যেখানে স্বাধীনতার মুক্ত শক্তি পাবে বোধহয়।
চল যাই ইবলিশ চত্বরে...খুঁজি গিয়ে ইতিহাসে নাম তার
কেনো হলো ইবলিশ চত্বর নাম তার?
চল যাই প্রশাসনিক ভবনের সামনেটায়
সেখানেই শুয়ে আছে জোহা চিরনিদ্রায়
কাছে যাই চলো : দাঁড়াই একটু ধীরে
পাই যদি একটু সত্যসাহস প্রতিবাদ করার ইচ্ছে।