তুমি তো কবি
মহাজ্ঞানী
বিশ্ব সাজাও
নিজেও সাজো
তুমি কবি
মহাজ্ঞানী
তোমার কথা
শুনে শ্রোতা
তোমার কণ্ঠ
তোমার বাক্য
সবই কি উদার?
তুমি উত্তাল
ক্ষণে ক্ষণে
মাতাল
তুমি তো মহাজ্ঞানী
তুমি ভাঙ্গ
তুমি গড়ো
নিজ ভাষা গুণে
অন্যের মনে।
তোমার সৃষ্টি
তোমার কর্ম
সবই কি অদ্ভুদ?
না- তুমি কবি
তুমি স্বপ্ন
তুমি মায়া
তুমি হতাশা
তুমিই আশা
দেখাও সবার মাঝে।
তুমি তো কবি
তুমি তুফান
তুমি দক্ষিণা বাতাস
তুমি আঠারো
তুমিই আশি।
তুমি বুঝ কথা
সকল মনের ভাষা
তাই তো তুমি কবি।
তুমি প্রেম
তুমি ভালোবাসা
তুমিই আবার বিরহ!
তোমাকে নিতে হয়
সকল মনের অনুভূতি
তাই-ই তুমি কবি
তুমি মহাজ্ঞানী।
তুমি দাও আলো
ভরে এ সংসার
তুমিই সূর্য
চাঁদেরও আলো।
তুমি ইতিবাচক
তুমি নেতিবাচক
তুমিই উন্নয়ন
সকল মনের ঘরে।
তুমি ইতিহাস
তুমি বর্তমান
তুমিই ভবিষ্যৎ
জাগাও চেতনা
জ্ঞানের আলো
সকল মনের চাহিদায়
তাই তো তুমি কবি
মহাজ্ঞানী।