পাহাড়কে জলপাইপাতা মুড়িয়ে ধরেছে
রাষ্ট্র ধরেছে চেপে
রক্ত যায় কল্পনা থেকে রমেলের
স্বাধীনতা কোথায়
হে একাত্তর, বাঁশি বাজাও কোথায়?
স্রোত বয়ে যায়, পাহাড় কেটে নামায়
জলপাইঘর সেখানে কেনো শোভা পায়?
বলো বলো, চুপ থেকো না এখনও আর
পাহাড়ে বন্যা বয়, রক্ত বয়
লাশ নিখোঁজ পুড়ে ক্ষয় হয়
জবাব নাই, পা চাটে একদল শকুনের দল
লাশ তাদের চাই, লাশ পুড়ে খাস্
শালার রাক্ষস। বেহায়ার দল