চল বদলাই মিলেমিশে
হাত রেখে সকল কাধে
সকল ঝড়-বাধা দূর করে।


চল বদলাই রাজপথে একাকার হয়ে
নানা-রকম স্লোগানে স্লোগানে
ন্যায্য অধিকার পাওয়ার দাবিতে।


চল বদলাই নিজ অঙ্গীকারে
সকলকে ভালোবেসে
মানুষের গান গেয়ে।


চল বদলাই রাজপথকে ধরে রেখে
তোষামোদী কারবার বাদ দিয়ে
সকল প্রাণের সুখের জন্যে।


চল বদলাই সুন্দরবনকে রক্ষা করে
জীব-জন্তু, গাছ-পালাকে বাঁচিয়ে
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে।


চল বদলাই এই দেশটাকে ভালোবেসে
দেশটাকে আপন করে, মা ভেবে
সকল দুঃখ-কষ্ট দূর করে।