রাষ্ট্র তুমি কতোই মহান!
কতোই রঙ্গ তোমার মঞ্চে
হেলে-দুলে মরি সবে
তোমার একটু হুঙ্কারে!


কেউ জ্বালায়, কেনো পোড়ায়?
রাষ্ট্র কি তবে ইবলিশ-শয়তান?


নাফ নদী আজ কেনো ভরপুর
মানুষের পাল সাঁতরে বাঁচতে চায়
মৃত্যুপুরি রাষ্ট্রের তৈরি
আসুন সবে আওয়াজ তুলি।


আর কতোকাল চলবে এমন
ধরবে মানুষ করবে শাসন
মারবে রাষ্ট্র না- মানলে নিয়ম।


আসুন সবে কাঠামো বদলাই
সম্পর্ক গড়ি 'রাষ্ট্র' বাদে


রাবি : ২৮ নভেম্বর ২০১৬