আর নয় আগের মতো মনে কর তুমি যা
পরিবর্তন হয়েছে সবার মনে রাখবে তুমি তা।
টাকা-পয়সা হয়েছে সবার,শিক্ষা-দীক্ষাসহ
পিছিয়ে নেই কেউ এখন ভাবো তুমি যা মনে।
অর্থ অহংকার নেই কারও ছিল যা তোমার কাছে
তুমি এখন যাবে পিছে সম্মানিতকে না ভাসিলে।
পরিবর্তনের ছোঁয়া এখন লাগছে সবার গায়ে
তোমার দ্বারা হবে না শোষণ আগের মতো গাঁয়ে।
মোড়ল বেশে শিয়াল বনে ছিলে তুমি রাজা
তোমার রাজত্ব টিকেছিল শুধু ধমক আর বকনিতে।
শিক্ষিতরা  জাগ্রত হয়েছে শোষণের হাত ভাঙতে
তুমি এখন পালাবে মোড়ল কোন পথটি ধরে।
সাবধান হও, সাবধান হও এমনটি করো না কখনো
ন'লে পিঠের ছাল থাকবে না বলছে কিন্তু এখনো।