আমাদের কবিতার আধেয় অনেক বড়
রাজকীয় নয়
কবিতায় চাঁদকে আমরা চাঁদই বলি
বিলাসীতায় উপমা দেই না
ফুটিয়ে তুলি যাপিত জীবন
অনেকরই কষ্টময় মরণ
শেষ প্রস্তান
কবিতায় কখনো কান্না ঝরে
আবার হাসির রোলে জীবনও হাসে
সস্তা আধেয়-ই আমাদের কাছে এসে ভীর করে
তা থেকেই আমরা জীবন বুঝি
মৃত্যুরও হিসাব কষে নিই
কবিতায় আমাদের প্রতিবাদের রূপ
আরো থেকে আরো হয় স্বরূপ
শরীরে কম্পন ধরে যায়
কবিতায় শীত, বরষা, হেমন্ত
থাকে আবার নাতিশীতোষ্ণ
কবিতায় আসে ফালগুনের আগুন
পাতাঝরা গাছের আহাজারি এবং গুণ
এভাবেই কেটে যায় দিন, সময়
মাস ঋতু, বছর, ক্ষণ
আমাদের কবিতায় ধানসিঁড়ি শালিকের দেশ
গ্রামের মেঠোপথ, কুঁড়েঘরের কথা বলে
পিসঢালা রাস্তা, রাজকীয় ভাব-সাব শহুরে অট্টালিকার কথা কমই বাজে
কবিতা নিষ্পাপ, নিরুপায়, অতিষ্ঠ
বৈষ্যমের শিকার প্রতিটি ক্ষণে
শুনি আহাজারি তাদের।