এখনকার রাত-দিন অন্ধকার মনে হয়
তাই মৃত্যু ভাবনাও জেগে ওঠে মনে
কখন কী হয়...
কে জানে?
মনে হয় যেনো 'লাশস্বপ্ন' দেখছি।


লাশ হয়ে পড়ে থাকা
লাশ হয়ে কফিনে ওঠা
কিংবা লাশ হয়ে গাড়িতে করে বাড়িতে যাওয়া
এখনকার নিত্যদিনের স্বপ্ন
ঠিক যেনো 'লাশস্বপ্ন'।


এখনকার দিনে 'পাখি' ডাকে না, গান গায় না
যদি সেই গান হয়ে যায় বিপ্লবী!
গাইলেও সেই গান হয়ে যায় 'মৃত'
পড়ে থাকে দেহ কোনো রাস্তায়
কিংবা কোনো এক নদীতে।


এখনকার রাত শুধু চাপাতি দেখে
দেখে খণ্ডিত মস্তিষ্ক আর রক্তমাখা বক্ষ
দেখে মুখোশদারী হন্তারক
মনে হয় 'পতাকাটাকে' চিবিয়ে খাবে
এখনকার স্বপ্ন তাই এক রকম অন্য স্বপ্ন
ঠিক যেনো একদমই 'লাশস্বপ্ন'।


রাবি. ১৪.০১.১৭