হারিয়ে যাওয়া তত্বগুলো তোরা কে শুনবি ভাই আয়
জিন-পরীরা দেখা যেত আমার সোনার গাঁয়।
সোনালী ফসলে ভরা আখালুকির বিস্তীর্ণ মাঠ
জিন-পরীরা বানিয়ে ছিল হিজল তলার ঘাঠ।
এক গাছি, দুই গাছি আর তিন গাছির তল
সারাক্ষণ বাস করিত জিন-পরীদের দল।
মা বলত যেও না খোকা ঐ গাছিদের তলে
রাত্রি বেলা ভয় দেখাবে জিন-পরীদের দলে।
রূপকথার গল্পের ন্যায় বহু গল্প আছে
আগুন রঙ্গে জিন-পরীরা অনেক দেখা গেছে।
যে দেখাছে ঐ রং সে-ই কপোকাত
বাড়ী ফিরতে দিত না তারে দুষ্ট জিনের জাত।
এদিক সেদিক ছোটছোটি করে পেরেশান
রাত্রি শেষে ভোর সকালে মিলত এহসান।
আজ নেই সেথায় সেই হিজল গাছিদের তল
কালের বির্বতনে হারিয়ে গেছে জিন-পরীদেরও দল।