অংক কষতে হত মোর বেজায় কষ্ট,
তালগুল পেকে হয়ে যেত মাথা নষ্ট।
যোগের সাথে তাল মিলিয়ে বাজারে এলো ক্যালকুলেটর
এবার আমি অংকতেই হব সর্বশ্রেষ্ঠ।  
বাটন টিপে করতে পারি, যোগ-বিয়োগ আর গুন-ভাগ
টানি নাকো চুল-দাঁড়ি, করি নাতো যখন-তখন রাগ-বিরাগ।
অংকতে আর নেই কোন ভয়,
বিজ্ঞানের এই যোগে করব মোরা বিশ্বকে জয়।
ক্যালকুলেটর দিন শেষ, হাতের কাছে কম্পিউটার
একের ভিতর হরেক স্বাদ, আরামদায়ক ব্যবহার।
ইন্টারনেটে ঢু-মেরে জানতে পারি বিশ্বকে
ইউটিউবে দেখতে পাই নতুনত্বের সৃষ্টকে।
টেলিফোনের দিন যে শেষ, হাতের মুঠোয় মোবাইল ফোন
ডিজিটালে চলছে দেশ, কথা চলে সারাক্ষন।
কথা বলতে লাগে না পয়সা, মুখের মধ্যে বসে না মশা
এই প্রযুক্তির নেই ভরসা, উদ্ভাবনই বিজ্ঞানের নেশা।