ওহে মুমিন মুসলমান, যে করিল ধনবান
কেবলমাত্র তারই শানে করিয় কোরবান।
ওহে আল্লাহ করিয় কবুল তুমি মেহেরবান
যেমনি করে করেছিলে কবুল নবী ইব্রাহীম (আঃ) (সাঃ) এর কোরবান।
ইসমাইলকে করিলে রক্ষা ধারাল ছুরার নীচ থেকে
রাখিলে পশু হইলো জবাই, রক্তের প্রবাহ বয়ে চলে এঁকে বেঁকে।
সাক্ষী আছে আজো তুমার আসমান জমিন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছুম্মা আমিন।
ওহে মুমিন মুসলমান, গঠন করো জীবন তাকওয়ার ছকে
রহমাতুল্লিল আলামীন রহিয়াছেন প্রত্যেকটি নিঃশ্বাসের বাঁকে বাঁকে।
আল্লাহ্‌র নির্দেশ মান্য করে কোরবানি করাই হলো ওয়াজিব
যাহা করিবে আমলকে আরো বেশী সতেজ ও সজীব।
ভবের ধন ভবে রবে, সঙ্গে যাবে আমল
কোরবানিই হইতে পারে বেহেশতে যাবার শেষ সম্বল।