কোন এক প্রভাতে করবো খেলা শিশির কণার সাথে
সংকল্প করেছিলাম সে দিনের সেই চাঁদনী রাতে।
কখন, কোথায়, তোমার সাথে হবে মোর মীলন
প্রিয়তম শিশির ঠীক করি নিকো সে দিন সেই দিনক্ষন।
কোয়াশার চাঁদরে ঢাকা ঐ নীলা আঁকাশ
কত যে মধুর লাগছে আজ এই প্রভাতেরে বাতাস!
বিন্দু বিন্দু শিশির পড়ে, সবুজ বনানী নড়ে চড়ে
লাজুক শিশির ধরতে গেলে, এমনি করে ঝরে পড়ে।
সবুজে ঘেরা মাঠে ঘাঠে তোমার মাখামাখি
এই সুখেতে গান গায় সকাল বেলার পাখী।
ফড়িং নাচে ফুলের ডগায় মৌ মাছিরা মধু খায়
নীড়ের খোঁজে অতিতি পাখি আকাশ পানে উড়ে বাড়ায়।
ভোরের আলোর স্নিগ্ধ কিরণ যখন পড়ে তার গাঁয়
লজ্জাবতী শিশির কণা কোথায় হারিয়ে যায়!