ঐ দূর পানে আজানের ধ্বনি শুনে
ঘুম ভাঙ্গিল তার রহমতের শানে।
অজু করিয়া বান্দা বাহির হইল মসজিদের পানে
নামাজ আদায় করিয়া শান্তি পায় মন ও প্রানে।
রাতের নিদ্রাও যার কেটেছে ইবাদতে
শুভ সকাল জানান দেয় কোরআন তেলাওতে।
দিবা শুরু যার আল্লাহর ফিকির করে
বরকত কেন আসিবেনা তাহারই ঘরে!
রহমতের ঝর্নায় ঢাকা সমগ্র আকাশ
শিশির বিন্দু করে খেলা যে দিকে বহে বাতাস।
রূহ চলিয়া গেলে বান্দা নাহি ফিরিবে আর
সময় থাকিতে করো তালাস একমাত্র আল্লাহর।
আমার দেহ আমার নাহি মরিলে হয় লাশ
কবরেতে বসবে এবার আসল বিচারের এজলাস।