আমাদের বারান্দার
কানকো জুড়ে যখন দেখা যায়
সাদা কাশফুলের মত সুবর্নরেখা
আমি দেরি না করে টুপ করে তার
ঠিক উপরে
একে দেই রুপালী গোলক
আর কিছু খাপছাড়া মেঘফুল ।
কিছুক্ষন পর আমার
কাশফুলে নেমে আসে নীল পাখি
আমি দরজার এপাশে দাড়িয়ে আছি
যেন বৃদ্ধ কোন এক মানুষ ।
নীল পাখি এ পাশ ও পাশ তাকায়
তার
হাসিতে চোখাচোখি হয়ে যায়
মাঝেই মাঝেই ।
আমি মুগ্ধতা নিয়ে তাকিয়ে দেখি যে
আমার নীল পাখিটির চোখের রঙ
নীল নয় ।
সেই রঙ আজো আমার অজানা ।
ও হ্যা ,পাখিটিকে আমি চারু
বলে ডাকি ।


dec 16 2013