ত্রিশূল ছুড়েছো চোখ বরাবর।
বিদ্ধ হয়েছি, অন্ধ হয়েছি,
লালিত হয়েছি এই বিষে।
এসো যুদ্ধ বাধাই।
অবলীলায় খুন করি ভ্রান্ত মস্তিষ্ক।
শত প্রাণের হাহাকারে, ক্লান্তিময়
ভাষন!
তারচে যুদ্ধ ভালো।
এসো যুদ্ধ বাধাই।
তোমার আমার ঈশ্বরে ।
করুন সব দৃশ্য, পৃথিবীর
কাছে নিত্যনৈমিত্তিক।
রোদ গেথে গেথে গড়া এ পৃথিবীর
প্রতিটি কনায় লুকিয়ে আছে
তরুণীর নরম ঘুম।
আমি সব দৃশ্য থেকে বঞ্চিত
তুমি ত্রিশূল ছুড়েছো চোখ বরাবর।
শেষবেলার দৃশ্যে তোমার উন্মাদ
চিতকার এ ভেঙে ফেলেছো
হিমশীতলতা।
অগ্নিদগ্ধ হবে বলে,
তোমাকে কণের সাজে চিতায়
তোলা হবে!
নির্বিকারক্ত ঘেরা অন্ধকারে মুখ
লুকিয়ে আজীবন !