প্রিয় , শহর এবং শহর সর্ম্পকিত রুপকথায়
তুমি বাচো !
কালো ধোয়া ,যান্ত্রিকতা ,কোলাহল
খুব
সহজে এনে দিতে পারি কিংবা পথ
চলতে যেয়ে তুমিও পেয়ে যাবে !
বিকেলের ক্লান্তি এসে একদিন চোখ
ছুয়ে দিলেই
বুঝতে পারবে তুমি ক্লান্ত ! তখন
ছুটে যেয়ে আলতো করে ঘাসফুল
ছুয়ে দিয়ো ! মফস্বলে যেয়ে বুক
ভরে নিতে পারো ধানের ঘ্রান !
গ্রামীন সুবাস হারিয়ে যাওয়ার আগেই
খুজে নিস ! এনে তো দিতেই পারি !
এগুলো নিজস্ব বলে বিবেচিত
হয়ে আসছে ।