সব দেশেরই ঊর্ধ্বে সে যে
                আমার দেশের মাটি,
তাহার বক্ষে চরণ পেলি
                আমরা স্বর্গে থাকি।
ভর দুপুরের রৌদ্র দাহে
                ক্লান্ত কৃষাণ প্রাণ,
তরুর ছায়ায় শীতল হাওয়ায়
                জুড়ায় উদাস প্রাণ।
হিংস্র প্রাণের মানব যারা
                তারাও দু'চোখ ভরে,
রুপ তুলে নেয় আপন মনে
                মুগ্ধ এ দেশ থেকে ।
আমার দেশের বক্ষ জুড়ে
                সবুজ তরুর ডাক,
দিকে দিকে ভরে আছে
                তৃণ লতা শাক।
পূর্ণ বছর মাথায় দোলে
                সবুজ বর্ণ কেশ,
সবার চোখে সবার তরে
                স্বদেশ আমার রূপসী দেশ।