শাহাদাৎ হোসেন ভূঁইয়া


পঞ্চাশেও তুমি রয়েছো যৌবনা
হাসিতে ঝরে মুক্তার মালা
কলমে তোমার শব্দের খেলা
সাহিত্যে গড়ো ছন্দের মেলা
সুমনার পঞ্চাশ স্বাধীনতার পঞ্চাশ।


স্বাধীনতা তুমি আমার ছেলেবেলা
তুমি আমার অপ্রতিরোধ্য পথচলা
ফসলের মাঠে তুমি সোনা ফলাও
উন্নয়নে বিশ্বকে অবাক করাও
দেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠাও
বিশ্বের বুকে সেরা নেতা বানাও
সুমনার পঞ্চাশ স্বাধীনতার পঞ্চাশ।