এই অপেক্ষা তোর জন্য
অন্য কারো না
ভালবাসি তোরে আমি
করিনা পরোয়া
এইতো সেদিন কাছে ছিলি
বেশি দূরে নয়
দূরে গেলেই ভালবাসার
নয়তো পরাজয়


তোরে নিয়ে চিন্তা হয়
তুই বড় অবুঝ
আমার চোখেই খুঁজে নিতি
ভালবাসার সুখ
খেলতে খেলতে খেলার ছলে
বিকেল হত পার
আমি আছি তোর পাশে
ভয় কি এতো আর


সন্ধ্যা হলে মুখ লুকাতি
আমার বুকের পাঁজরে
আগলে রাখতাম তোরে আমি
ভালবাসার আদরে
দুষ্টুমি আর খুনসুটিতে
ধরতি কতো বায়না
এই বুকেতে ফিরে আয়না
সোনার পাখি ময়না


চিন্তা করিস কেন এতো
দূরে আছি বলে
একদিন তোর সাথে দেখা
ঠিকি হবে জানি


সেদিন আবার মুখ লুকাবি
আমার বুকের পাঁজরে
অনেক আদর করে দেব
সোনার পাখি ময়নারে !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com