দাঁড়িয়ে আছি দখিনের জানালায়
ভাবছি তোমারি কথা
বিষণ্ণতায় আমায় সময় কেটে যায়
লাগছে বড় নিজেকে একা


এই বুঝি কাধে হাত রেখে
তুমি বললে আমাকে
কি এতো ভাপছ তুমি বলো
আমি তো আছি তোমারি পাশে


পাশে ফিরে দেখি আমার
জায়গাটা ফাঁকা
শূন্যতায় মাঝে আমার
একাকীত্বটায় ঘেরা


তোমার রেখে যাওয়া স্পর্শ গুলো
এখনো ছুঁয়ে দেখি আমি
দক্ষিণের জানালায় দাড়িয়ে থাকতাম
তুমি আর আমি


দমকা হাওয়ায় উড়তো তোমার
এলেমেলো চুল গুলো
আলতো করে ছুঁয়ে দিতাম আমি
আমার দুটি হাতে


লজ্জা চোখে আমার দিকে তুমি তাকাতে
সারা পৃথিবীর সুখ এসে ভরিয়ে দিতো আমাকে
আমি আছি আগের মতন তোমার কথাই ভাবি
তোমার ফেরার পথে আমি আজ বসে থাকি


ভালো নেই তুমি ছাড়া ফিরে এসো তারাতারি
একি সাথে পারি দেব তুমি আমি সুখের তরী  !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com