দারিদ্র্যতা গরীবের নয়তো কোন অভিশাপ
দারিদ্র্যতার মাঝেই করে তারা বাঁচার লড়াই
প্রতিদিনই লড়াই করে বেঁচে থাকার তাগিদে
একমুঠো খাবারের জন্য তারা যুদ্ধে নামে


ধনীর কাছে জীবনটাই খুব বিলাস বহুল
না চাইতেই পেয়ে সব কিছু হয় উসুল
লড়াই করে খেতে হয়না একমুঠো খাবার
তাদের ফেলে দেয়াই খাবার গরীবের আহার


গরীব মানেই রোদে পোড়া বৃষ্টিতে শুকানো
মাথার উপর চালাটা ঠিক হয়নি এখনো
গরীব মানে আধপেটা খাওয়া আধাবেলা উপোস
এভাবেই কেটে যায় গরীবের মাসের পর মাস


ধনী মানে মাথার উপর বিশাল তাদের ছাদ
অট্টালিকা বড় বড় এক একটা যেন রাজপ্রাসাদ
বৃষ্টি এলে তাদের যেন হয়না কোন খবর
রোদও এসে তাদের উপর দেয়না কোন আঁচড়


গরীব বাঁচে লড়াই করে দারিদ্রতা ঘিরে
এই সমাজে গরীব আছে ধনীদের ভীরে !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: shahadat.hossaiin@gmail.com