আমি মেঘ তুমি পাহাড়
আমাদের দুজনের কান্নাই এক,,
তুমি কাঁদলে ঝরে পর নিজের বুকে
আমি কাঁদলে সৃষ্টি হই বৃষ্টি রুপে,,


আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট মিলে একাকার,,
কাছাকাছি আমারা করি বসবাস
মাঝখানে তফাত একটু ফারাক,,


আমি মেঘ তুমি পাহাড়
দুজনের কষ্ট একি ধারাপাত,,
তুমি দাড়িয়ে আছো অন্ত সীমাহীন
আমি তোমার উপরে আছি চিরদিন,,


আমি মেঘ তুমি পাহাড়
আমাদের কষ্টের রঙ এক,,
আমার কান্নার নাম হয় বৃস্টি
তোমার কান্নায় হয় ঝর্না সৃষ্টি,,


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com