তুমি আসবে বলে
আমি বৃষ্টিকে জানিয়েছি আমন্ত্রন
তুমি আসবে বলে
আমি জোছনাকে করেছি নিমন্ত্রন


তুমি আসবে বলে  
আমি বাতাসকে বইতে বলেছি
তুমি আসবে বলে
আমি গোধূলিকে নিজে রাঙিয়েছি


তুমি কেন এলে না
আমার কবিতার শেষ লাইন হয়ে
তুমি কেন এলে না
আমার লেখা গল্পের নায়িকা হয়ে


তুমি আসবে বলে
আমি চিন্তায় ডুবে থাকিনি
তুমি আসবে বলে
আমি নিজেকে নিয়ে ভাবিনী


তুমি আসবে বলে
আমি ঘরের বাইরের আলো দেখনি
তুমি আসবে বলে
আমি আজ দক্ষিণের জানালা খুলিনি


তুমি কেন এলে না
আমার ভাবনায় কল্পনা হয়ে
তুমি কেন এলে না
আমার হৃদয়ের জানালা ছুঁয়ে


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com