রূপ দেখলেই তোমার ভুল মহাভুল হয়ে যায়
গন্ধশুঁকি নাকি আদর করি আলতোছোঁয়ায়
করতে পারিনা কিছুই ঠাহর।
গন্ধ ভালোবাসি আমি নাকি ছন্দ ভালোবাসি
নাকি ভালোবাসি মনকাড়া মোহিনীরঙ-রূপ
দেখলে কেনোই বা মন্ত্রমূগ্ধের মতো ছুটে আসি?


কার বাগানের ফুল তুমিগো করাও শুধু ভুল
ভাল্লাগে বলেই কি তোমায় ছিঁড়বো গো ফুল;
তুমিতো হেলেদুলে আমায় শুধু দোলাও দোলাও
আমার দু:খ-ব্যথা পেরেশানি ভোলাও ভোলাও।


আমায় তুমি দাও এত আনন্দ এতসুখ
তবু দেখো আমার কেমন হিংস্র-অসুখ
না পেলে তোমায় হাতের মুঠোয়-ভুলি হিতাহিত
আমার কণ্ঠেই বাজে তোমার কী মরণ-সঙ্গীত।