দখিন বাতাস আগুন মনে দিচ্ছে দোলা .বেশতো দিক
তুই কেনরে সুযোগ পেলেই ঘুরিস আমার চতূর্দিক ..?
তোর বাগানে ফুল ফুটেছে হাজার পাখি ডাকছে ওই
আমারতো নেই তেমন কিছু তাই নীরবে উদাস রই ..!
বন মৌরির গন্ধ ভাসে পলাশ শিমুল করে সাজ
তুই কেনরে রাখতে বলিস গেরস্থালির সকল কাজ..?
পাল্টে সকল নিয়ম নীতি আমায় নিয়ে উড়তে চাস
আচ্ছা কেমন তোর সে আকাশ. নেইকি সেথায় অবিশ্বাস ??
বউ কথা কও ডাকে যখন মনটা আমার উদাস হয় ..
বেতফুল দিন কাছে টানে . সব মনে হয় আবেশময় !
চৈতি বেলার কষ্টগুলো খরোত্তাপে বদলে যায়
তুই কেনরে নরোম সুখে ভরে দিতে চাস আমায় ??
একটিবারও আমি কি তোর মন দরোজা খুলতে যাই ?
তবু কেন বলিস আমায় ' তুই -আমিতে' বিভেদ নাই !
আমার আমি একলা একাই সব মিলিয়ে স্বয়ম্ভর
তাই বলিনা কাউকে আমি আয়না কাছে হাতটা ধর
যার যা কথা সংগোপনে নিজের মনেই লুকিয়ে রাখ
চাইনা আমি কাউকে পাশে আমার ভূবন আমার থাক. !!!