কবিতা বোঝেনা বাঁশরি বালক শুধু চিনে নেয় ফুল
সমতার পথে আশা মালা গেঁথে আমি থাকি মশগুল
বিরহি বাতাস কলস্বরে মাতে পাখিরা সুরেতে গায়
মন নদী তীরে জমা কত কথা কখনো তো ভেসে যায়!


কবিতা বোঝেনা বাঁশরি বালক তবু খুনসুটি দিন
অনুভূতি নিয়ে মিলেমিশে থাকে হয়না তো পরধীন
হৃদয় বেদিতে ফুলেল-আরতি আকুলতা মায়াময়
একাত্ম হয়ে কাটে কত যুগ বুকে জাগে বিস্ময়,,!!


কবিতা বোঝেনা বাঁশরি বালক তবু কবিতার জয়
কাল মহাকাল কবিতার পথে হেঁটে চলি নির্ভয়
কবিতায় মেশা নেশা ভরা মন আবেশিত সারাক্ষণ
ভালোবেসে মোহে কবিতা বাড়িতে বসতি চিরন্তন!!