পরাণেষু , আমি উড়ে যাবো প্রজাপতি ডানায় ।
মেঘদূত মেঘ খুলবে না ডানার বাঁধন ।
আমারই মোহাবিষ্ট সুরের আমেজ , বৃষ্টির পাপড়ি হয়ে
ঝরে যাবে আঙিনায় ।
নিমগ্ন নিবেদনে লীলায়িত লীলামন ভরে নিয়ো অমৃত সুধায় ।
ছুঁড়ে ফেলো চেতন কোষের হাইব্রিড ভাবনা লহরী ।
বৈকালিক আরতির দেউলে তোমারি মানস মূর্তি
আমাকে বড় বেশি উতলা করে ।
মানতাসা বাঁধা হাত, পায়েতে রিনিঝিনি বৃষ্টিনূপুর
ধুপছায়া হৃদয় জুড়ে মায়াবতী মেঘেদের জলসা দুপুর !
আমি প্রজাপতি বালিকা হয়ে তোমারি অপেক্ষায়-
তুমি ভ্রমর বালক হয়ে আমারই অপেক্ষায়,
বিরহী বৃষ্টি আজ বড় বেশি  তৃষ্ণাকাতর !