নতুন আলোয় মন ভরিয়ে যাই ছুটে যাই তেপান্তর
আমার সাথে সভ্যতা যায় সঙ্গে থাকে পরম্পর


দৃষ্টি পোড়ায় আতুর দহন কালের ধ্বনি শুনতে পাই
প্রযুক্তির এই টানাপোড়েন নিয়েই তবু শান্তি চাই


কেউ রাখেনা কারো কথা বাক-বন্দী মনের ঘর
অমরত্বের চলছে খেলা, মুন্সিয়ানাও মুগ্ধকর


সৌহার্দ্যের ভেতর বাহির নয়তো মোটেও নান্দনীক
সুধায় ভরা জলপানীয় আসর বুঝেই হয় সঠিক


মেঘদূতেরা খবর আনে ঋতুর মেয়ে গায় যে গান
তবু আহা, বাজেয়াপ্ত হয় বধূয়ার গোলার ধান !!


চমকে থামে নকশা জীবন, বিষাদ ঘনায় চতুর্দিক
সোনার ফসল দখল নিয়ে ধূর্তরা হয় দার্শনিক


এইযে চলি--এমনি করে যাবোই বা আর কতোদূর
সভ্যতা হোক পয়োমন্ত সামনে আসুক সুখ দুপুর।