বয়সী সূর্য আঁকে বৃক্ষদের জীবনচিত্র ।
নায়রির বিরহ চিনে ছুটে যায় নদী ।
ফলবতী সময় পথ চিনে চলে যায় আগামির দেশে ।
ক্ষরণের আর্তি নিয়ে বসে থাকা বালিহাঁস কিংবা
সন্ধ্যার কাকও কখনো সমন্বয় করে এলোমেলো কিছু স্মৃতি ।
যখন অভিমানী মুদ্রায় নাচে সকালের দোয়েল ,
বিভ্রান্তির মিথস্ক্রিয়ায় আয়ুজীবী হয় মনস্তত্বের ঘরবাড়ি
ত্রিতাল আবহে এগোয় চলমান প্রযুক্তি ।
ফ্যাসিবাদ নীতি নিয়ে কেউ বসে থাকেনা !
সবাই সবকিছু মনে রাখেনা , কেউ কেউ মনে রাখে ।
সবাই ভোলেনা , কেউ কেউ ভুলে যায়
মানবতা পোড়ানো সেইসব দিনের গল্প !!