বাতাসে ভেসে আসে মরমী গানের সুর
তুমিময় ফুলের গন্ধে উতলা মন আমার
আবেশে হারিয়ে যায় দূর থেকে বহুদূরে...
অক্ষরের রঙিন সুতোয় বাক্যের মালা গাঁথি
প্রণয়ী সময়কে সাজাই নতুন সাজে.
মনকথা.. রূপকথা হয়ে ভেসে যায় তোমার আঙিনায় !
তুমি মনের কাগজে করো নিসর্গ আঁকিবুঁকি
কখনো সৌহার্দের চিঠিখানি পাঠাও আমার ঠিকানায়...!
আমিও অভিভূত হই . নিমগ্নতায় খুলে দেই মনের ইমেইল |
মুঠোফোনে বেজে ওঠে সংক্রান্তির রিংটোন..
দূরে থেকেই শুনি পূজারি হৃদয়ের সংলাপ |
আমার আর কোন কিছুই বলার থাকেনা..
মনখারাপের গল্পগুলো নিয়ে হৃদয় আকুল হলেই
ব্যস্ততায় ছুটে যাই নাগরিক সেমিনারে |
মানবতার রচনা লিখি ..
.তুমিময় ভাবনাকে ক্লোন করে আঁকি যান্ত্রিক ভালবাসার ছাপচিত্র !
বিশালতায় পয়মন্ত হই ...
চিরজীবী হয় আমার বনেদী জীবন প্রবাহ |