কিছুটা সম্পর্ক নিয়ে বড় বেশি ভাবলেই
মাঝপথে ঝরে পড়ে বিপর্যয়ের পাতা
শিশিরকণা মুছে দেয় ঘাসেদের ধুলোমাটির শরীর।
লোকালয়ে বসে শুনি বেলা অবেলার গান।
শিল্পিত জীবন ভেঙে যাওয়া যায় কতদূর!
বেতসলতানো মনঘর,
আকন্দগন্ধ ভরা কৈশোর প্রীতির বাতাস,
আমাকে নিয়ে যায়
ফুলশিশুদের স্বর্গীয় কোলাহলে। আমিও শিশু হই।
শিখে নিই প্রকৃতির
কোমল পাঠ। নিমগ্নতায় মিশে যাই শাশ্বত সবুজে।
দীর্ঘ শূন্যতার ভেতর মখমলি রোদের আবেশ।
বনমালি নিশ্চুপ ঘুমোয়
ঘাসের বিছানায়।
বনদেবীর ট্রাফিক আইন সহজে নেয়না মেনে কোন
প্রকৃতিপ্রেমী ডাকপিয়ন।
ঝরাপাতা কাঁদে, বসে থাকে অপয়া দিন।
শুচিতার মৃত্যু নিশ্চিত জেনেও ফুল শিল্পের বন্দনা করি।
উদ্বিগ্ন হই
পাতাদের কান্নায়।
বিশ্বায়নের তাপদহে পুড়েই্
কখনো হেমস্টীচে হৃদয় গাঁথি।
দ্রুত পাঠ করি নিসর্গের ত্রিপিটক!