্ক্রমাগত সব কিছুর পালা বদল হয় ,
ইচ্ছেগুলো রাধিকা জল হয়ে যমুনা বিহারে যায়
বুকের বৃন্দাবনে পাশা খেলে শ্যাম ,
আহারে রঙিন মাঝি !
তুই কেন মৌসুমি ফুলের গন্ধ ছড়াস ?
মন্দিরার মিহিসুরে নেচে ওঠে মাদক সময়
প্রতিদিন প্রত্যয়ী সকাল আসে
গলে পড়ে চেতনার  পারদ ,
সন্যাস ঘুম নিয়ে রাত জাগা পাখি কাঁদে ,
কষ্টের আগুনে নিঃশব্দে পোড়ে
আঙ্গুর বালার আপেল রাঙা শরীর ।
উৎসব কখন ও থেমে থাকে না ।