প্রিয় সময় --
মধ্যবর্তী জীবনের হাতে বেঁধে দিলাম দ্বিধার রাখি ,
পারিজাত বিষাদে বয়ে যাক দিন,
স্মৃতির পাঠশালায় এখনো তেমনি ঘন্টা বাজে
আঙিনা মুখরিত হয় আবেগের কোলাহলে !
কোকিলার অভিমান দেখে দোয়েলও ভুলে গেছে সুর
বেতঝোপে বাসা বাঁধেনা মা টুনটুনি,
আমার মায়ের ধূসর চোখের মলিনতা ছুঁয়েছে ওদের চোখ !
জানিনা কতোটুকু বেদনায় চেতনার মোম গলে,
কতোটা বোধ থাকলে ছোঁয়া যায় মায়ের দুঃখগুলো !!
আমিতো চেতনহীন পুরোহিত আজ ,
মানবিকতার চারপাশ ঘিরে আছে মায়া-সভ্যতার কাঁটাতাঁরে ,
তাইতো ,
চিৎকার করে বলতে ইচ্ছে হয়,---
মঙ্গলীয় প্রযুক্তিতে প্রলয় ঘটুক -
সমবেত শ্লোগান তুলুক সুবিধা বঞ্চিত নিরন্ন মানুষ ।
কেঁপে উঠুক মসজিদ,মন্দির আর গীর্জার ভিত -
হৃদয়ে আলোড়ন তুলুক জয়নুলের দূর্ভিক্ষ,সুলতানের দ্রোহ,
রনবীর টোকাই,নভেরার মিথ, কিংবা হাশেম খানের নিসর্গ পাঠ -!!
পরিযায়ী ভাবনা নিয়ে চাইনা দ্বন্দ্বের বাউল বিলাস
ইথারীয় ঋতুর নিয়ন্ত্রণ নিয়েই রূপসী বাংলার শ্যামলীমা ছোঁব--
সুসময়ের বৈধতা নিয়েই আবার লিখব আমি
শেকড়-সভ্যতা ফিরে পাওয়ার গল্প !!