দুখ জাগানো দুঃখ নিয়ে রূপার কাছে যাচ্ছি ফিরে
ও রূপা তুই ঘুমোস কেন একটু তাকা আস্তে ধীরে !
নষ্ট পচা মাতালগুলো তোকে বিদায় করল যারা
তারা ভাবে নারী আজো সারাজীবন সর্বহারা
জাহেলিয় যুগের চেয়েও যাচ্ছে এখন কঠিন সময়
দেখতে ঠিকই মানুষ হলেও পশু ওরা মানুষ তো নয় !
সভ্যতা আজ ঊর্ধ্বমুখী প্রযুক্তি ওই আকাশ ছোঁয়া
লোভ-বিদ্যার বদৌলতে তবু জীবন যাচ্ছে খোয়া
মনন মেধার শেয়ার বাজার উইপোকাতে খাচ্ছে কুড়ে
কু-লালসায় হার মেনে আজ বুদ্ধিবিবেক যাচ্ছে দূরে
নিত্যদিনই হাজার রূপা নিষ্ঠুরতার হচ্ছে শিকার
নারী বুঝি অপাংক্তেয় বেঁচে থাকার নেই অধিকার
হে ঈশ্বর রক্ষা করো মানুষগুলোর দাও সুমতি
রক্ষা করো মান সম্মান , দূর করো সব অসংগতি !!