নোনা জলের স্রোতে আর কতোকাল ভাসবে …?
তোমার নির্মোহ জলখেলা অনেক দেখলাম
দোলনার প্রহরগুলো এবার না হয় অধরা রাতের সাথি হবে
ঘুম ঘুম কুয়াশার সাথে মেলাব মন
স্বরবর্ণের মিছিল নিয়ে অনেক ঘুরলাম পথে
ভাঙলাম দ্বিধার শেকল
লাভ হলো না
বহমান সময় বড্ড সেকেলে মেজাজে কথা বলে
কখনো বদলায় রঙ
আজো বুঝলাম না …নারী নাকি নদীতে বিশ্বাসী তুমি !
জলের বুদবুদ হও , ছুঁতে দাও না ,
পায়ে পরিয়ে দাও সোনার নূপুর
বুঝতে দাও না নীরবতার কষ্টগুলো
কিছুই দরকার নেই …..
দরজা খোলা রেখেছি
সময় হলেই এসো ….
কলিংবেল বাজাতে হবে না …!