মানবতার মায়ামহল নেই
বিবেকের আরাধনায় বেড়ে যায় দুঃখের গভীরতা
তবু আমরা স্বপ্নের অভিষেক করি,
অসহায় মানুষের কান্নায় বাজেনা হৃদয় -মন্দিরা।


মননের শানিত পথে চিরায়ত চেতনার বসতি নিয়েও
দেখা না দেখা কিংবা বোঝা না বোঝার দ্বন্দ্বে ভুগি
প্রায়শ্চিত্যের সংবিধান হাতে কেউ কেউ এগিয়ে যায়
সুন্দরের অপেক্ষায় থাকি দীর্ঘ সময়।


কখনো সুন্দর খুঁজি,
বাস্তবের প্রতিচিত্র এঁকে পরাহত হই
আগুনের পরশ লাগে বুকের ভেতর ।
দেখি, নিয়তি-বৈঠকখানার ফ্যাশনেবল উপাদানও
কর্পোরেট প্রতিযোগিতায় ভাগাভাগি হয়।
বাজেয়াপ্ত হয় কতো নিসর্গ প্রহর !!


সবকিছুকে পাশ কাটিয়ে,
বিকশিত আত্মার নেটওয়ার্কে বাঁধি ভ্রাম্যমাণ জীবনসূচি।
একদিকে নিরন্ন মানুষ,
অন্যদিকে সৌজন্যের ডিজে পার্টি
কিংবা লোভনীয় চাইনীজের প্রথাবিরোধী উত্তেজনা,,,,,
এভাবেই চলছে নিয়ত দৃশ্যমান অনুভূতির তরজমা
আহা হৃদয় -- হয়তো ধূপছায়া হৃদয়ই এখন
অমৃতবাহী গুপ্তচর!!